এখন একই মোবাইল নম্বরে সকল অপারেটরে কথা বলার সুযোগ আসছে বাংলাদেশে। যেটা বিশ্বের ৭২টি দেশে রয়েছে।
আগামী ৬ মাসের মধ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা পাবেন দেশের গ্রাহকরা। বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সময়ের মধ্যেই নম্বর ঠিক রেখে মোবাইল ফোন অপারেটর পরিবর্তনের সেবা পাবেন গ্রাহকরা। একজন সেবা গ্রহীতা ৩০ টাকার বিনিময়ে প্রতিবারের জন্য অপারেটর বদল করতে পারবেন।’
সেবা চালু করতে মঙ্গলবার (৭ নভেম্বর) বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেকের কাছে লাইসেন্স হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, লাইসেন্সপ্রাপ্তির পরবর্তী ৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে দেশের মোবাইল গ্রাহকের কমপক্ষে ১ শতাংশ, ১ বছরের মধ্যে ৫ শতাংশ এবং ৫ বছরের মধ্যে ১০ শতাংশকে এ সেবার আওতায় নিয়ে আসতে হবে।
এমএনপি চালু হলে এক অপারেটরের নম্বরে অন্য অপারেটরের সংযোগ নেয়া যাবে। গ্রাহক যে অপারেটরের সেবা পছন্দ করবেন, বিনা দ্বিধায় সেই অপারেটরের সংযোগ নিতে পারবেন। এ জন্য নিজের ফোন নম্বরটিও পাল্টাতে হবে না। এ সেবা প্রবর্তনের ফলে মোবাইল অপারেটরদের মধ্যে গুণগত সেবা প্রদানের প্রতিযোগিতা এবং মোবাইল গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা যায় ।
বর্তমানে বিশ্বের ৭২ টি দেশে এ সুবিধা চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ২০১১ সালে এবং পাকিস্তানে ২০০৭ সাল থেকে চালু রয়েছে এ সেবা।