বাঁশখালী টাইমস: সদ্য ঘোষিত এইচএসসি রেজাল্টে বাঁশখালীর কলেজগুলোর ফল বিপর্যয় হয়েছে। ৭৭.০৪% পাশের হার নিয়ে সারা বাঁশখালীতে প্রথম স্থানে আছে মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজ। ৫৩.৯৭% পাশের হারে দ্বিতীয় অবস্থানে সরকারী আলাওল ডিগ্রী কলেজ, ৫০.৬৮% নিয়ে তৃতীয় স্থানে বাঁশখালী গার্লস কলেজ, ৪৫.৩৩% নিয়ে চতুর্থ অবস্থানে আছে পশ্চিম বাঁশখালী কলেজ।
মাত্র ৩৫.৫০% পাশের হার নিয়ে উপজেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে বাঁশখালী ডিগ্রী কলেজ।
এর মধ্যে বাঁশখালী আলাওল কলেজ এবং মাস্টার নজির আহমদ কলেজে একজন করে উপজেলায় মোট ২ জন জিপিএ পেয়েছে। তারা দুজনই ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।