ঋষিধামের উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেয়া হবে: বাঁশখালীতে যুব প্রতিমন্ত্রী

কল্যাণ বড়ুয়া মুক্তা: বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্বমেলার তীর্থস্থান বাঁশখালী ঋষিধাম আশ্রম পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন সিকদার । এ সময় বাঁশখালী ঋষিধাম ও নন্দনকানন তুলসীধাম মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুর্দশননন্দ পুরী মহারাজ এসময় মাননীয় মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়সহ সকলকে পুষ্পস্তবক দিয়ে বরন করে নেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -ঋষিধাম আশ্রমে উন্নয়নে যিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, সনাতনী সমাজের অভিভাবক, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি. বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মোল্লা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ রবি,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আরিফুল হক( মৃদুল), কালিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এডঃ আ ন ম শাহাদাত আলম,বাহাড়ছড়ার ইউনিয়নের চেয়ারম্যান,অধ্যাপক তাজুল ইসলাম,বাঁশখালী উপজেলা পুজা উদযাপন পরিষদসভাপতি প্রদীপ কুমার গুহ,যুগ্ম সাধারন সম্পাদকু শেখর চৌধুরী।আরও উপস্থিত ছিলেনশ্রীমৎ সচ্ছিদানন্দ পূরী,অলক দাশ,বাবলা পাল,মোঃ নোমান,বিশ্বজিৎ দত্ত (বাবু),অনিল দেব,নারায়ন মল্লিক (নয়ন),মোহাং আলাউদ্দিন,রিপন ভট্রচার্য্য,উদয় সিংহ, নিদেন ধর,দিপু ভট্রচার্য্য,নির্মল শীল,অজয় শীল,জনি শীল,বিজয় দেব,।

এ সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন সিকদার বাঁশখালীর ঋষিধামের উন্নয়নে বর্তমান সরকার ও বাশঁখালীর সাংসদ
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পির মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *