নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে কর্মরত এনজিও সংস্থাদের উদ্দেশ্যে ঋণের কিস্তি আদায়ে কোনরূপ জোরজবরদস্তি না করার নির্দেশ দিয়েছেন বাঁশখালীর ইএনও সাইদুজ্জামান চৌধুরী।
আজ ৩ মে ২০২১ ইং উপজেলা নির্বাহী অফিসার বাঁশখালীর অফিস কক্ষে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ঋণ আদায়ে জোরজবরদস্তির কোন তথ্য প্রমাণ থাকলে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাঁশখালীতে কার্যক্রম পরিচালনাকারী এনজিওর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। সভায় ক্ষুদ্রঋণ আদায়কারী এনজিওর প্রতিনিধিরা জানান তাদের ঋণ আদায় কার্যক্রম সীমিত পরিসরে চালু আছে। যারা স্বপ্রনোদিত হয়ে ঋণ জমা দিতে চান শুধুমাত্র তাদের কাছ থেকেই ঋণ আদায় করা হচ্ছে। কারো কাছ থেকে জোরজবরদস্তি করে ঋণ আদায় করা হচ্ছে না বলেও জানিয়েছেন বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তারা।
উল্লেখ্য, বাঁশখালীতে এনজিও তথা ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রায় ২০ টি সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশে করোনা মহামারী ও লকডাউনে নিম্ন আয়ের মানুষ দিশেহারা। যারা ক্ষুদ্র ব্যবসা ও জরুরি কার্য নির্বাহে এনজিও সংস্থার কাছে ঋণের দ্বারস্থ হয়েছে তাদের অবস্থা বর্তমানে শোচনীয় বলা চলে। তবু কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জোরজবরদস্তি পূর্বক ঋণ আদায়ের অভিযোগ তুলেছেন। এমন সময়ে এনজিও মাসিক সমন্বয় সভায় কর্তাব্যক্তিদের আশ্বাস ও বাঁশখালীর ইউনও সাইদুজ্জামান চৌধুরীর সোচ্চার ভূমিকার সাধুবাদ জানান সচেতনমহল।