তাফহীমুল ইসলাম, বাঁশখালী- উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক হলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। জানা যায়, আজ দুপুরে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে সংগঠনের এক মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশন চট্টগ্রাম জেলার বিদায়ী সভাপতি ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল। এসময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এসময় সভাপতি হিসেবে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব মনোনীত হন।
এদিকে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী চট্টগ্রাম জেলা উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে।