মাননীয় চেয়ারম্যান
বাঁশখালী উপজেলা, বাঁশখালী, চট্টগ্রাম।
বিষয়ঃ চেচুরিয়া শাহ্ আলাউদ্দিন রোডের সংস্কার প্রসঙ্গে।
মহোদয়,
নিবেদন এইযে, আপনার অতীব সুপরিচিত চেচুরিয়া গ্রামের ব্যস্ততম শাহ্ আলাউদ্দিন রোডের চলাচল অত্যন্ত নাজুক। তাই চেচুরিয়াবাসীর পক্ষ থেকে উক্ত রোড পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামতের জন্য আকুল আবেদন করছি।
এই রোডের সাথে আছে চেচুরিয়া জামে মসজিদ, শাহ্ আলাউদ্দিন মাদ্রাসা, আনোয়ারুল আজীম বালিকা বিদ্যালয়। এই রোডের উপর চলাচল নির্ভর করে অত্র গ্রাম ও গ্রামের বাইরের বিশাল জনসাধারণ। তাই যেমনি এ রোড অতীব গুরুত্ব বহন করে তেমনি এ রোডের দ্রুত মেরামত করা গুরুত্বপূর্ণ।
আশা করি, বাঁশখালীতে আপনার উন্নয়ন পরিকল্পনায় উক্ত রোড মেরামতের স্থান দিবেন এবং দ্রুত বাস্তবায়নে করবেন।
চেচুরিয়া বাসীর পক্ষে———
আমজাদ হোসেন
মোবাইল নম্বর – 01711728346