
বাঁশখালী টাইমস: বাঁশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।
এ লক্ষ্যে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কাছ হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। দীর্ঘদিন ধরে বাঁশখালী ও জেলায় দলীয় দায়িত্ব পালন করে আসছি। বাঁশখালীর মানুষের ভালোবাসা ও দোয়া আমার সাথে আছে। আমি বাঁশখালীবাসীর সেবা করতে প্রার্থী হয়েছি।’
এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ মহিউদ্দীন, মনছুর, আমজাদ হোসেন, সজল তালুকদার, শাহাদত, শওকত হোসেন মিয়া, সিরাজ, আতাউল আল আজাদ, দাউদ মানিক, শামীম, মনসুর, হুমায়ুন, নুরুল আবছার, নাছির প্রমুখ।
উল্লেখ্য, মো. খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছেন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য ফরম সংগ্রহ করেন তিনি।