বাঁশখালী উপজেলায় চলছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ।
CTG BLOOD BANK টিম এখন বাঁশখালী উপজেলা মাঠে। চলছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ।আশেপাশে যারা ব্লাড গ্রুপ জানেন না তারা উপজেলা মাঠে গিয়ে এক্ষুণি নিজের ব্লাড গ্রুপ জেনে নিতে পারেন ফ্রি-তে। মাত্র কয়েক মিনিটে জেনে নিন আপনার ব্লাড গ্রুপ। যেটা একজন মানুষের জানা থাকা খুব জরুরি।
সহযোগিতায়ঃ CTG BLOOD BANK
আয়োজকঃ BANSHKHALI BLOOD BANK