উপকূল অতিক্রম করছে ‘নাডা’, জলোচ্ছ্বাসের আশঙ্কা

মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ আজ রবিবার সকাল ৬টা থেকে সীতাকুণ্ড উপকুল দিয়ে শুরু হয়েছে ঘূর্ণিঝড়”না্ডা”র আক্রমণ। বর্তমানে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকুল অতিক্রম করছে। এর প্রভাবে উপকুলীয় এলাকায় ভারি বর্ষণ হচ্ছে। এতে উপকুলীয় দ্বীপ ও চর সমুখ ১/২ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এর আক্রমণ চলবে দুপুর নাগাদ। ভারি বর্ষণের মধ্যদিয়ে এটি আস্তে-আস্তে কমে যাবে বলে জানান আবহাওয়া অফিস।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *