মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, বর্তমান সরকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করার কারণেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাপ্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
২৪ (এপ্রিল মঙ্গলবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ডাকবাংলো কক্ষে প্রাকৃতিক দূর্যোগ, ভূমিধ্বস, অগ্নিকান্ড, ভূমিকম্প ইত্যাদি মোকাবেলা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সভায় মতবিনিময় সভা শেষে বিকাল ৩ টায় নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক মহড়া পরিদর্শন ও সিপিপি স্বেচ্ছাসেবকগণের মধ্যে সাজ- সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহঃ মোহসিনের সভাপতিত্বে ও সিপিপি চট্টগ্রামের উপ- পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সিপিপি স্বেচ্ছাসেবক গনের মধ্যে সাজ- সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফিজুর রহমান চৌধুরী, এতে স্বাগত বক্তব্য রাখেন,সিপিপি (প্রশাসন) পরিচালকের উপ সচিব আহমদুল হক,এসময় অন্যদের মধ্যে এসপি চট্টগ্রাম মোহঃ জসীম উদ্দীন, উপজেলা
চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা -বাঁশখালী মফিজ উদ্দীন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফুল হক মৃদুল ,থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল আযাদ, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে, এম মোস্তাক আহমেদ,মৎস কর্মকর্তা নাজিম উদ্দীন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ ওয়ারেস কামাল, উপজেলা খাদ্য সংরক্ষক সুদত্ত চাকমা,উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মনিরুজ্জান দেওয়ানজী, পুইছুড়ি ইউপির চেয়ারম্যান সোলতানুল গনী চৌধুরী লেদু মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা,নাপোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আজিজুর রহমান,কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ,ন,ম শাহাদত আলম,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন চৌধুরী,কাথরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী,মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক মহড়া পরিদর্শন ও সিপিপি স্বেচ্ছাসেবকগণের মধ্যে সাজ- সরঞ্জাম বিতরণ ও আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন সভায় বীরমুক্তিযোদ্ধা, যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছা সেবকবৃন্দ, স্থানীয় দৈনিক ও জাতীয় পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এরপর মন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।