মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নে পানি উন্নয়ন র্বোডের অর্থায়নে সদ্য নব নির্মিত বেড়িবাঁধের নির্মান কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে তিনি বাঁশখালীর পুইঁছুড়ি ইউনিয়নের সদ্য নির্মিত বেড়িবাঁধ প্রকল্পের কাজ পরিদর্শনে বাঁশখালী আসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি,বউপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার,থানা অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম মজুমদার, পুইঁছুড়ি ইউপির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সোলতানুল গনী চৌধুরী লেদু, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, আওয়ামীলীগ নেতা সালাউদ্দীন কামাল, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নবনির্মিত বেড়িবাঁধ প্রকল্প নির্মাণের ম্যাপে শত শত বছরের বসত ভিটা বাড়ি ঘর উচ্ছেদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে এলাকাবাসীরা তাদের ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের দাবিতে প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে স্থানীয়দের পক্ষে নব নির্মিত এই প্রকল্প বাতিলের দাবি তোলেন স্থানীয় চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সোলতানুল গনী চৌধুরী। এসময় মন্ত্রী সদ্য নির্মিত এই বেড়িবাঁধ প্রকল্পের কারনে জনগণের ক্ষতি হলে তা বাতিল করা হবে বলে জানান এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ও কার্যকর ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন। পরে মন্ত্রী বাঁশখালী ছনুয়া হয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে সাগর পথে রওনা দেন।