কালীপুর প্রতিনিধি : গতকাল শনিবার দুপুর এগারটায় পালেগ্রাম আব্বচাপুকুর সড়কের ছড়ার পাশে ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত উন্নয়ন ফান্ডের মাধ্যমে বাস্তবায়িত রিটার্নিং ওয়ালের কাজ পরিদর্শন করতে যান কালীপুরের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। এসময় তিনি কাজের ব্যাপারে খোঁজখবর নিয়ে নির্দেশনা দেন।