মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসন থেকে মহাজোট তথা জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থী গণসংযোগ এবং বিভিন্ন ইউনিয়নে কর্মী সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধায় বাঁশখালী উপজেলার ৪ নং বাজারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে
মোহাম্মদ সাজ্জাউল্লাহ চৌধুরীর সঞ্চালনায় ও মোহাম্মদ রেজাউল করিম ইউনুচ সভাপতিত্বে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান আবু ছিদ্দীক আবু,জসিম উদ্দীন সিকদার, এড.ফিরোজ,নুরুল আবচার,অধ্যাপক জসিম উদ্দীন প্রমূখ।
গনসংযোগ ও কর্মী সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন,মহান আল্লাহতালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা সবকিছু মানব জাতি মানুষের জন্য। মানুষ তার বিবেক বুদ্ধি দিয়ে নির্যাতিত নিপিড়িত অবহেলিত এবং ক্ষুধার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। তারই নাম হচ্ছে মানবতা।এই অবহেলিত বাঁশখালীকে উন্নত একটি উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আগামী ৩০ ডিসেম্বর ব্যালেট বিপ্লবের মাধ্যমে (লাঙ্গল) প্রতিকে ভোট দিয়ে তার জবাব দিবে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ আমার পাশে রয়েছে আশাকরি এই নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটি পার্টিকে উপহার দিতে পারবো এবং বাঁশখালীর মানুষের উন্নয়নের জন্য জীবনের শেষ বয়সে কিছু একটা করতে পারব।সেই জন্য একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সর্বস্তরের জনগণকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।