বাঁশখালী টাইমস প্রতিবেদন: ‘গ্রামভিত্তিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগালে অচিরেই বাঁশখালীর অর্থনৈতিক চেহারা বদলে যাবে। বাঁশখালীর শিক্ষিত তরুণদের আত্মকর্মসংস্থান ও সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগে সম্পৃক্ত করা গেলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।’ আজ ১৪ জুলাই রাত ৮ টায় অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব কথা বলেন দেশের ব্যাংকিং জগতের জীবন্ত কিংবদন্তি, প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা বাঁশখালীর কৃতি সন্তান মুহাম্মদ আলী। তিনি আরও বলেন- গত ২০ জুন বাঁশখালী টাইমস আয়োজিত লাইভ অনুষ্ঠানে আমি বাঁশখালী নিয়ে আমার পরিকল্পনা শেয়ার করি। এলাকার তরুণদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার তাগিদে আমাদের কর্ম-পরিকল্পনা, প্রস্তুতি, নীতিমালা ও ভাবনা বিনিময়ের উদ্দেশ্যেই এই ভার্চুয়াল সভা। আমরা সবাই যদি আন্তরিক হই, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, ইনশা আল্লাহ বাঁশখালী তথা দেশ উপকৃত হবে৷’
প্রিমিয়ার ব্যাংকের হেড ব্র্যান্ড মার্কেটিং মো. তারেক উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়াল মিটিংয়ে আলোচনায় অংশ নেন- ওয়েল গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মনজুরুল আহসান চৌধুরী বাবুল, ইউসিবিএলের হেড অব আরএমজি সাইফুল আহসান চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মিফতাহ উদ্দীন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক জমির উদ্দিন, প্রিমিয়ার ব্যাংক ও. আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, নাফিজ মিনহাজ, হাসান ইসলাম, মো. সেলিম, আমজাদুল আলম মুরাদ, জয়নুল আবেদিন, সুলতানুল ইসলাম চৌধুরী, ওয়ালিদ চৌধুরী প্রমুখ।