বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভায় অবস্থিত উত্তর জলদী আহমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের পিএসসি সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকুরানী দের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শেখ রায়হানুল হক চৌধুরী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ওসমান, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দীন রবিন, সমাজ সেবক ডিলার নজির আহমদ, বিদ্যালয়ের শিক্ষক মোঃ ছগির বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।