বাঁশখালী টাইমস: উচ্চশিক্ষার্থে সম্প্রতি অস্ট্রিয়া পাড়ি জমিয়েছেন বাঁশখালীর সন্তান সাংবাদিক হিমেল বড়ুয়া। জলদী বড়ুয়া পাড়া নিবাসী সাংবাদিক হিমেল ইতোপূর্বে দৈনিক প্রথম আলো এবং দেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি হিসেবে কাজ করে সচেতন সমাজের দৃষ্টি কাড়েন।
তিনি একজন কৃতি ফুটবলার ছিলেন। ক্রীড়ানুরাগী হিসেবে বাঁশখালীর ফুটবলকে বিকশিত করতেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
হিমেল বড়ুয়া ১৬৬৯ সালে প্রতিষ্ঠিত অস্ট্রিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয় University of Innsbruck -এ কম্পিউটার সায়েন্স বিষয়ে বিনা টিউশন ফিতে এমএসসি ডিগ্রীতে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।
