বাঁশখালী টাইমস প্রতিবেদক: ঈদের দিন নিজ এলাকার বিভিন্ন বাড়িতে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিউরো মেডিসিন বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আসিফুল হক।
ঈদুল ফিতরের দিন বাঁশখালী বৈলছড়ী ইউনিয়নের অভ্যারখীলসহ বিভিন্ন গ্রামে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। এ সময় বিভিন্ন রোগীর সমস্যার কথা শুনে তিনি তৎক্ষণাৎ চিকিৎসাসেবা দেন।
উল্লেখ্য, ডা. আসিফ চট্টগ্রামের প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক ছিলেন। ৩৯ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে তিনি প্রথম পোস্টিং হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
ঈদের দিনেও চিকিৎসাসেবা দেয়াতে এই চিকিৎসকের প্রশংসা করেছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব বলেন- ‘গতানুগতিক দায়িত্বের বাইরেও যারা মানুষের কথা ভাবেন, মানবিকতার হাত বাড়িয়ে দেন তারাই মানুষের হৃদয় জয় করেন। ডা. আসিফ কর্মজীবন শুরুর পর থেকে বাঁশখালীর রোগীসাধারণের প্রতি যে আন্তরিক আচরণ দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রসংশাযোগ্য।