বাঁশখালী টাইমস প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে সুরেলা কন্ঠের অধিকারী, তরুণ কন্ঠশিল্পী মোহাম্মদ তারেকুল ইসলামের আরও একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে।
কাজী সাইফুল হকের কথায় গানটিতে সুর করেছেন শিল্পী নিজেই। ইমেক এন্টারটেইনমেন্টের ব্যানারে, আইনানের ফিচারিংয়ে মিউজিক ভিডিওটি পরিচালনা করেন মো: আরিফ খান।
‘ও আল্লাহ’ শিরোনামে গানটির মিউজিক ভিডিওতে সিআরবি, রেলওয়েসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন দৃষ্টিনন্দন স্পট স্থান পেয়েছে। দৃশ্যকল্পে ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহর মহিমা ও মানুষের মানবিক মূল্যবোধের অনন্য দ্যোতনা।
গানটির ইউটিউব লিংক https://m.youtube.com/watch?v=LFZrcOQO_F8
উল্লেখ্য, শিল্পী তারেকের বাড়ি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামে । তাঁর প্রথম একক এলবাম ‘মাটির ঘরে’। সে ইতোমধ্যে এলবাম ও স্টেজ শো’তে গেয়ে শ্রোতামহলের ব্যাপক সুনাম কুড়িয়েছেন।