বাঁশখালী টাইমস: এই ঈদে বাঁশখালীতে ফ্যাশন সচেতন তারুণ্যের চাহিদা মিটিয়ে যাচ্ছে জলদী লক্ষীপ্লাজার ‘৩৬৫’।
দেশবিদেশের স্বনামধন্য ব্রান্ডের বিপুল পরিমাণ জেন্টস আইটেমের সমাহার রয়েছে এই স্টলে।
এ বিষয়ে ৩৬৫ এর সত্ত্বাধিকারী, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জুবাইরুল ইসলাম বাঁশখালী টাইমসকে বলেন- ‘গত ৩ বছর ধরে বাঁশখালীতে আমরা বিভিন্ন দেশি-বিদেশী ব্রান্ডের মানসম্মত আইটেম সাপ্লাই দিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। সীমিত লাভে, গুণগতমানের আইটেম সাপ্লাই দেয়ায় আমাদের লক্ষ্য। সে কারণে অনেক ক্রেতা চট্টগ্রাম শহরে না গিয়ে আমাদের কাছ থেকে পছন্দের জামা-কাপড় কিনে থাকেন।’
এই স্টলে জেন্টসদের শার্ট, পেন্ট, পাঞ্জাবী, জুতা, বেল্ট, পার্টস, স্প্রেসহ যাবতীয় জেন্টস আইটেম রয়েছে।
চেচুরিয়া থেকে বাজার করতে এসেছেন ওয়াহিদ, তিনি বাঁশখালী টাইমসকে বলেন- শহরের একই মানের জামা পাওয়া যায় এখানে, তাই বাড়তি ঝামেলা এড়িয়ে এখান থেকেই শপিং করি।
তাছাড়া, বাঁশখালীর জিএস প্লাজা, লতিফ মার্কেট, লক্ষি প্লাজা, রামদাশ হাটের বাঁশখালী শপিং মল সহ বিভিন্ন মার্কেটে মানসম্মত ঈদ সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানা গেছে।