পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জুন (শুক্রবার) থেকে। চলবে ৬ জুন পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন (রোববার), চলবে ১৫ জুন পর্যন্ত।
অগ্রিম টিকিটের ২৫ শতাংশ বিক্রি হবে অনলাইনে, বাকিটা টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। আর একজন যাত্রীর কাছে চারটির বেশি টিকিট বিক্রি করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা।
সে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেওয়া হবে ১০ জুনের (রোববার) টিকিট। ২ জুন দেওয়া হবে ১১ জুনের (সোমবার), ৩ জুন দেওয়া হবে ১২ জুনের (মঙ্গলবার), ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের (বুধবার), ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের (বৃহস্পতিবার) এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের (শুক্রবার) টিকিট।
আর ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের, ১১ জুনে দেওয়া হবে ২০ জুনের, ১২ জুনে ২১ জুনের, ১৩ জুনে ২২ জুনের, ১৪ জুনে ২৩ জুনের এবং ১৫ জুনে দেওয়া হবে ২৪ জুনের ফিরতি টিকিট।
রেলমন্ত্রী জানান, ট্রেনে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল, ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সব ছুটিও বাতিল করা হবে।