রান্না করে
মুহাম্মদ শহীদুল ইসলাম
শোর উঠেছে শোর উঠেছে
চাঁদ উঠেছে শাওয়ালের,
ঈদের খুশি সবার ঘরে
ছেলে বুড়ো ছাওয়ালের।
নতুন জামা সবার ঘরে
সবার গায়ে উঠছে কী?
খুশির ছোটে চতুর্দিকে
গোলাপ জবা ফুটছে কী?
তোমরা যখন ফুর্তি করো
নানা পদের রান্না করে,
খবর রাখো বিশ্বব্যাপী?
ভাইবোনেরা কান্না করে!
হারায় যারা বিচার ছাড়া
নিজ প্রিয়তম স্বজনে।
বুকের ব্যথা বুঝতে পারে
এই পৃথিবীর কজনে?
বুকের ব্যথা চাপিয়ে বুকে
চাপিয়ে রেখে হাজার শোক,
সবাই বলি ধনী গরীব
মুবারক এক ঈদ হোক।