শাহাব উদ্দিন তালুকদার, গন্ডামারা থেকে
গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা-বড়ঘোনায় যোগাযোগের একমাত্র ব্রিক সলিং আশ্রাফ আলী রোডটির মাত্র শ’দুয়েক গজ রাস্তায় ইট না-থাকায় পুরো রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। অথচ এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে থাকে। এ রাস্তা দিয়ে বড়ঘোনায় অবস্থিত ইউপি কার্যালয়ে গন্ডামারার প্রায় মানুষ আসা-যাওয়া করে থাকে। তাছাড়া প্রতিদিন গন্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। বৃষ্টিপাত হলে তাদের কষ্ট অসহনীয় পর্যায়ে চলে যায়।
সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদের পূর্বে রাস্তাটির নাজুক অংশটির সংস্কার করা না হলে পথচারীদের কষ্ট দ্বিগুণ হবে। তাই আসন্ন ঈদের পূর্বে রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানানো হচ্ছে।