বাঁশখালী টাইমস- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬৯ তম শাখা হিসেবে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে বাঁশখালীর গুনাগরী শাখা। আগামীকাল সকাল ১০ টায় গুনাগরীস্থ শাখায় উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হবে।
ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ১১ টায়। এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম, বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, কায়সার আলী, ওমর ফারুক খান উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শাখা পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবীর প্রমুখ উপস্থিত থাকবেন।
ব্যাংকের পক্ষ থেকে এই শুভক্ষণে সবাইকে উপস্থিত থাকতে শাখা প্রধান মুহাম্মদ মুহিব্বুল হক আমন্ত্রণ জানিয়েছেন।