বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় শাখা গুনাগরী শাখার উদ্যোগে রবিবার ব্যাংক কার্যালয়ে সার্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মুহিববুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এসএভিপি ও বহদ্দারহাট শাখা প্রধান মোহাম্মদ আব্দুল আজিম। বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, প্রধান আলোচক ছিলেন জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র শাখার কর্মকর্তা মুহাম্মদ এহছানুল করিম।
উক্ত আয়োজনে বিভিন্ন ওলামায় কেরাম, বিভিন্ন পেশাজীবী, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।