ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের অাওতাধীন ৬নং (ক) কাথরিয়া ইউনিয়ন শাখার ৪১ জন বিশিষ্ঠ কমিটি গত ৩ সেপ্টেম্বর গঠন করা হয়।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ অাব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ অারিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এইচ. এম. মহি উদ্দিনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক জননেতা অধ্যক্ষ অাব্দুল মালেক অাশরাফী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাথরিয়া শাখার সভাপতি জননেতা এম. জাহাঙ্গীর অালম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাথরিয়া শাখা সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ সিরাজুল হক এবং ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সার্বেয়ার নুর হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের সি. সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শিহাব উদ্দিন। অতিথি ও বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে এনেছে, সংগঠনকে শক্তিশালী করার বিয়য়, মায়ানমারের মুসলমানের উপর নির্যাতনের বিষয়, কারবালার মর্মান্তিক ঘটনাসহ অন্যান্য বিষয় তারা তাদের বক্তব্যে ফুটিয়ে তুলেছে।
প্রেস বিজ্ঞপ্তি।
Mohammad Borhan Uddin
Mohammad Saiful Islam