পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে করোনায় কর্মহীন, অভাবী এবং হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক সংগঠন ইসলামিক অ্যাসোসিয়েশন অব পুইছড়ির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
গতকাল ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার সকাল ১০টায় পুইছড়ির ২ নং ওয়ার্ডে ৭০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও মুখপাত্র শহীদ হাবিব বলেন, “হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটানোর সক্ষমতা এখনো না হলেও অনন্ত অল্প কিছু পরিবারে হলেও হাসি ফুটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
তিনি সমাজের সকল মানুষকে বিশেষ করে বিত্তশালীদের এই কঠিন দুর্যোগের মুহুর্তে যার যার অবস্থান থেকে সমাজের অসহায় কর্মহীন ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি