BanshkhaliTimes

‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ

BanshkhaliTimes

আজ ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বরে ‘ফুড ফর লাইফ’ নামীয় কর্মসূচির আলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ কর্তৃক রথযাত্রায় দেবদেবীর প্রতি উৎসর্গকৃত প্রসাদ মুসলিম শিশুদের খাইয়ে মন্ত্র পাঠ করানোর প্রতিবাদে উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি রিদওয়ানুল হক শামসী।

প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম রিয়াদ।

বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মোহাম্মদ রেজাউল করিম রেজা, নগর প্রচার সম্পাদক মুজাহিদ ছগির আহমদ চৌধুরী, শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি ওয়ায়েজ হোসাইন ভূইয়া, চট্টগ্রাম মহানগর উপদেষ্টা মাওলানা মনসুরুল হক জিহাদী, মাওলানা সানাউল্লাহ নুরী, চট্টগ্রাম দক্ষিণ সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহীন, শ্রমিক আন্দোলনের নগর সেক্রেটারী ইব্রাহিম খলিল, শিক্ষক ফোরামের নগর সভাপতি মাওলানা ক্বারী দিদারুল মাওলা, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানার সাবেক-বর্তমান নেতৃবৃন্দ। মুনাজাত পরিচালনা করেন, আন্দোলনের সাবেক নগর সভাপতি অধ্যাপক রফিকুল আলম।

সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘হিন্দু-মুসলিম পাশাপাশি বসবাসের ঐতিহ্য এদেশে হাজার বছরের; কিন্তু এই উগ্রবাদী সংগঠন সাম্রাজ্যবাদীদের সহায়তায় এই শান্তিপ্রিয় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে। ‘

প্রধান অতিথির বক্তব্যে শরীফুল ইসলাম রিয়াদ বলেন, ‘ আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্যের মদদে লালিত পালিত এই ইসকন এদেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তারা মুসলিম শিশুদের মুখে দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ খাইয়ে হরে রাম হরে কৃষ্ণ বলা চরম ধৃষ্টতা। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইতিপূর্বেও এই সংগঠন বিভিন্ন কুকীর্তির মাধ্যমে বারংবার সমালোচিত হয়েছে। আমরা তাদের নিষিদ্ধের দাবী জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি ইসকনের হর্তাকর্তাদের হুশিয়ার করে বলেন, ‘আপনাদের প্রতি আমাদের করুণাকে দূর্বলতা ভাববেন না। যদি আর একটিবার বাড়াবাড়ি করেন তবে ঐ কালো হাত ভেঙে দেয়া হবে, বিষদাঁত ফেলা দেয়া হবে। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।’

পরে এক বিশাল বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *