শরীরের সীমায় রঙিন ভূত
ইলিয়াস বাবর
কার কথা কারে দিয়ে রাখি জমা-
শৈশব দাঁড়ায় সামনে এসে ধীর
ততোধিক অধিকারে পেয়ে যাই ক্ষমা
বাথরুমে- নিজের ছায়ায় আসে বীর।
রাজা-বক্সে কি আছে, নিষেধের কিছু?
বলাকা ব্লেড বুঝে শরীরের সীমা
বড় হয়েছি বলে শ্মশ্রুরা থাকে পিছু
গোপনে তবে কোন মাংসে বানাই কিমা!
ভুলে গেছি কাদামাটি- ইচ্ছের দেবী
বিদায় হয়েছে হর্ষ, সখা বুঝি বেদনার পুত
কে বলেছে- দুর্মুখো, কারে দেই গালি- কবি
নারীর ঘ্রাণে তবে মৌলভী আজ রঙিন ভূত!
সম্পাদক- সুচক্ররেখা