বিটিডেস্ক : বাঁশখালীর ইউপি নির্বাচন যেন তারিখ পেছানোর ফাঁদে পড়ল! ১২ তারিখের নির্বাচন ১৯ তারিখে গড়ালেও আজকের জেএসসি-জেডিসির পরীক্ষা ১৯ তারিখ নির্ধারণ করল শিক্ষাবোর্ড। সে হিসেবে আগামী ১৯ তারিখও ইউপি নির্বাচনও হচ্ছে ননা। চট্টগ্রাম নির্বাচন কমিশন বাঁশখালীর ইউপি নির্বাচনটা আগামী ডিসেম্বর এর ২০ তারিখ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার এর বরাবরে প্রস্তাব পাঠিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে এ জানা গেছে। দেখা যাক, শেষপর্যন্ত কী হয়!