আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: দেশের স্বনামধন্য শরীয়াহভিত্তিক ব্যাংক ইউনিয়ন ব্যাংকের শরীয়াহ বোর্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতিসন্তান ড. হারুন উর রশীদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর।
প্রফেসর ড. হারুন একাধারে লেখক, কলামিস্ট, ইসলামি চিন্তাবিদ ও টিভি উপস্থাপক হিসেবে সর্বমহলে সুপরিচিত। তিনি ইতোপূর্বে সোশ্যাল ইসলামী ব্যাংক শরীয়াহ বোর্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৬৮ তম বোর্ড অব ডিরেক্টর সভায় তাঁকে শরীয়াহ বোর্ডের মেম্বার নির্বাচিত করা হয়।
বাঁশখালীর কৃতিসন্তান ড. হারুন উর রশীদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাজী বাড়ির বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সাবেক কর্মকর্তা মাওলানা কাজী নাজমুদ্দীন ফারুকী ও সৈয়দা নুরজাহান বেগমের প্রথম পুত্র।
আরো পড়ুন – বাঁশখালীর শিক্ষার্থী-শিক্ষকে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়