BanshkhaliTimes

ইউনিয়ন ব্যাংক জলদী উপশাখার উদ্বোধন ২৯ জুলাই

BanshkhaliTimes

মাঈনুল আজীম সোহেল: উন্নতমানের গ্রাহকসেবা নিয়ে চতুর্থ প্রজন্মের শীর্ষ ইউনিয়ন ব্যাংক লিমিটেড (শরীয়াহ ভিত্তিক ব্যাংক) আসছে আপনাদের দোরগোড়ায়।

বাঁশখালীর প্রাণকেন্দ্র পৌরসভায় ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর জলদী উপশাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ জুলাই ২০২০।

বাঁশখালী (চাঁদপুর) শাখা কর্তৃক পরিচালিত জলদী উপশাখায় সার্বক্ষণিক এটিএম সুবিধা ও রেমিট্যান্সসহ সকল ধরণের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর রেমিট্যান্স পার্টনার গুলো হল:
💵ওয়েষ্টার্ন ইউনিয়ন (Western Union)
💵রিয়া (RIA)
💵প্লাসিড (Placid Express)
💵স্পট ক্যাশ (Spot Cash)
💵এক্সপ্রেস মানি (Xpress Money)
💵ট্রান্সফাস্ট (Transfast)
💵ক্যাশ এক্সপ্রেস (Cash Express)
💵স্মল ওয়ার্ল্ড (Small World)
💵আফতাব কারেন্সি (Aftab Currency)

ঠিকানা: জলদি আধুনিক হসপিটাল লিঃ টাওয়ার (২য় তলা), বাঁশখালী প্রধান সড়ক, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *