মোহাম্মদ আরশাদ, বাঁশখালী থেকে:
গতকাল ২৮ জুলাই বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও কোচ মোঃএরশাদের পরিচালনাই বাঁশখালী ক্রিকেট একাডেমী বনাম সাইনিং স্পোর্টস একাডেমী চট্টগ্রামের মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান জনাব শহিদুল মোস্তফা চৌঃ মিজান ও তাহার ছোট ভাই আসিফুল মোস্তফা চৌঃ এবং জাহাঙ্গীর হোসেন সামিত।
উক্ত ম্যাচে সাইনিং স্পোর্টস একাডেমীকে ৯ উইকেটে পরাজিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমী।
টসে জিতে প্রথমে সাইনিং স্পোর্টস একাডেমী ২০.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেন।
দলের হয়ে, রাজু ১১ আশরাফ ১০, হান্নান ৭ রান করেন। এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর এস এম রাসেল ৩, সায়েল, এনাম,আবিদ ২ টি করে উইকেট পান।
জাবাবে, বাঁশখালী ক্রিকেট একাডেমী ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। দলের হয়ে তানজিত হোসেন ৪০*, বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ৫, ইফতি ৩৫* রান করনে। এবং সাইনিং স্পোটস্ একাডেমীর রাজু ১ টি উইকেট পান।
উক্ত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমীর এস এম রাসেল। তার হাতে পুরস্কার তুলে দেন আজকের খেলার প্রধান অতিথি ও উক্ত ম্যাচের খেলোয়াড় উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌঃ মিজান ও তার ছোট ভাই আসিফুল মোস্তফা চৌঃ এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোঃ এরশাদ এবং সাইনিং স্পোর্টস একাডেমীর কোচ কুলসুমা ফারুক।
বিজ্ঞপ্তি