
বাঁশখালীর বৈলগাঁওস্থ আহলে বাইতে সা. মাদরাসায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হাসিমুখ ফাউন্ডেশন।
হাসিমুখ ফাউন্ডেশনের ফাউন্ডার কাজী শাহরিয়ার বলেন- শেষ কয়েক রোজার জন্যে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। বাচ্চাদের ইফতারির করুণ দশা সম্বলিত বাঁশখালী টাইমস সম্পাদক, ব্যাংকার আবু ওবাইদা আরাফাতের একটি পোস্ট হাসিমুখ ফাউন্ডেশনের মুখপাত্র ও কো-অর্ডিনেটর এস এম জসিম উদ্দিনের নজরে এলে এই উদ্যোগ নেয়া হয়।
ইফতার সামগ্রী তুলে দিয়েছেন হাসিমুখ ফাউন্ডেশন কো-ফাউন্ডার শিল্পী মোহাম্মদ সাহাবউদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তি।