মানুষ এখন মানুষের মাংস খায়
আহমেদ পলাশ
শান্তিটা বেশ খুঁজি-
কোথায় আছে শান্তি বলো
স্বস্তিতে চোখ বুজি।
.
বার্মা থেকে ইরাক চলো
কোথায় শান্তি আছে বলো
বুলেট বোমে বিদ্ধ সব
বর্বরতার কলরব!
মানবতা শুধুই মেকি
আসুন তাদের দৃশ্য দেখি-
.
হায়!
ইরাকে চোখ যায়
নির্বিচারে একটি দেশ
ধ্বংস এখন প্রায়,
রক্তরঙা কাফন উড়ে ইরাক পতাকায়!
জরাজীর্ণ ধূসর পাতা তবুও বাঁচতে চায়।
.
হায়!
বার্মাতে চোখ যায়
বর্মীসেনা সংখ্যালঘুর মাংস ছিঁড়ে খায়
ওমা দেখি,শান্তি সুচির নীরব সখ্যতায়!
অহিংস জীব-জানোয়ার হিংস্রতে রূপ পায়।
.
তবুও শান্তি খুঁজি
একফোটা সুখ পারবে দিতে!
স্বস্তিতে চোখ বুজি।
আহমেদ পলাশ ভাই , ভালো লাগলো…