আহমেদ পলাশ
শিশুহত্যা
মানব রূপী হিংস্র দানব রক্তে করে স্নান
অত্যাচারের কষাঘাতে শিশুর নিচ্ছে প্রাণ।
অবুঝ শিশুর আর্তনাদে হচ্ছে আকাশ ভারি
বাতাসেও লাশের গন্ধ এ কোন আহাজারি?
.
মুক্ত আকাশ মুক্ত বাতাস যে শিশুরা আনে
তারাই আজ দগ্ধ ভীষণ হিংস্র ঝড়ের বাণে।
মা মমতা মায়ার বাঁধন চুমোর স্নিগ্ধ রেষ
টোপ পড়া গাল আদর স্নেহ সব কিছু আজ শেষ!
.
চোখের জলে কাঁপন তোলে হৃদয়টা যায় ছিঁড়ে
কেমন করে হচ্ছে এসব সভ্য জনের ভীড়ে?
জাহেলিয়া হার মেনেছে সেও ধরে পা’য়
শিশু হত্যা বন্ধ হোক, এটুক অভিপ্রায়।