বাঁশখালী টাইমস: রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাহামিনা বেগম (৪০) সীতাকুণ্ডে সড়ক দুর্ঘনায় আহত জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি বখতিয়ার উদ্দিনকে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে ভাই বোন। তাহামিনা শ্বশুর বাড়ি থেকে আসার পথে বাঁশখালীর বাণিগ্রাম বাইন্না পাড়ার টেকে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় নিহত হন। এ ঘটনায় আরো একজান নিহত হয়েছেন বলে জানা যায়।
নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা বখতিয়ার উদ্দিন রোববার ভোরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় দুর্ঘটনায় আহত হন।
পুলিশের ধারণা বখতিয়ার উদ্দিনকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে কোন গাড়িতে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
তিনি নগরীর বেসরকারি একটি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
কুমিরা হাউওয়ে পুলিশের ওসি মো.মাসুদ আলম বলেন, রোববার ফজর নামাজের পরপর ঘটনা ঘটেছে। ফলে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। তবে গাড়ির সামনে থাকা একজন আহত হয়েছেন বলে শুনেছি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, আশঙ্কাজনক অবস্থায় মাওলানা বখতিয়ার উদ্দিনকে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাঁকে নিয়ে গেছেন।