BanshkhaliTimes

আসহাব উদ্দিন চেয়ারম্যানকে বাঁশখালী রিক্সাচালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের মে দিবসের উপহার প্রদান

মুহাম্মদ মিজান বিন তাহের: মানুষ জীবিকার তাগিদে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন রিক্সা চালকেরা।তাদেরই খেটে খাওয়া মানুষের গড়া ও তাদের অধিকার রক্ষার জন্য গঠিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার “বাঁশখালী রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজি:২৯০৯)” পক্ষ থেকে ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য ও সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনকে মহান মে দিবসের উপহার ও সংগঠন পরিচিতি প্রদান করেন সংগঠনের কার্যকরী সভাপতি মুহাম্মদ ফৌজুল আজিম।

এসময়ে আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন চেয়ারম্যান বলেন, আমি নিজেও একজন শ্রমিক এবং পুকুরিয়ার আপামর জনসাধারণে একজন নগন্য সেবক। আমি নিজেও দিনরাত পুকুরিয়া বাসীদের নিরাপত্তাসহ একটি সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছি, আমাকে আপনাদের যেকোন সুখে -দুখে পাবেন ইনশাআল্লাহ। রিক্সা চালকের আয়ে কোন ভেজালের বিন্দু মাত্র সন্দেহ নেই। শ্রমিকরা আমার ভাই ও বন্ধু।আমাকে আপনাদের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সবসময় পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা আমাকে যেন আজীবন আপনাদের সেবা, সাহায্য-সহযোগিতা ও দুখে-সুখে থাকতে পারি সেই তাওফিক দান করেন। সর্বোপরি আমার সুস্থতা জন্য আপনারা দোয়া করবেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *