সাতকানিয়ার আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী ১৩ সেপ্টেম্বর শুক্রবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মিসেস রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হেলাল হুমায়ুন এর সহধর্মিনী ও দাতা সদস্য মিসেস রোখসানা হেলাল, কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ গালিব আল হিলালী, কলেজ অধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মাবুদ ও বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি প্রথমবারের মত আল হেলাল আদর্শ কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগকে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে প্রীতি বন্ধনের অনবদ্য প্রয়াস আখ্যায়িত করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় প্রাক্তন শিক্ষার্থীরা নানাভাবে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ১৯৯১ সালে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব হেলাল হুমায়ুন সাতকানিয়া সদরের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চরতি তালগাঁও- এ মনোরম এক প্রাকৃতিক পরিবেশে কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানের আলোক মশাল প্রজ্জ্বলিত করেছিলেন তার আলোয় উদ্ভাসিত আশেপাশের বিরাট এলাকা। কলেজের উন্নয়নে বিভিন্ন সময়ে তাঁর প্রদত্ত অনুদানের কথা তুলে ধরে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে খুব শীঘ্রই প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মানের কাজ শুরু হবে যা ইতিমধ্যেই অনুমদিত হয়ে গেছে।
পুনর্মিলনী ‘২০১৯ উদযাপন পরিষদের আহবায়ক কর আইনজীবি জরজিস আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, কলেজ উপাধ্যক্ষ মুহাম্মদ ইদ্রিস, বিজিসি ট্রাষ্ট এর রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার, চরতি ইউপি চেয়ারম্যান ডা.রেজাউল করিম, চমেক রেজিস্ট্রার ডা. দিলীপ চৌধুরী, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হেলালুদ্দিন, আসাদুল আনোয়ার ও মুরিদুল আলম রুবেল।
প্রেস বিজ্ঞপ্তি