মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের
ইলশা গ্রামে অবস্থিত আল কুরআন একাডেমী উত্তর রত্নপুর ফোরকানিয়া নূরানী ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের এর উদ্যোগে নূরানী থেকে ৩য় শ্রেনীতে উর্ত্তীন ছাত্র-ছাত্রীদের মাঝে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব মঙ্গলবার (১০ মার্চ) মাদ্রাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আবুল মনসুর মুহাম্মদ ইছহাকের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী-শিক্ষাঙ্গন ও সারা বিশ্বের সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।