BanshkhaliTimes

আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী ছিলেন বহু গুণের অধিকারী: বাঁশখালীতে স্মরণ সভায় বক্তারা

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী ওলামা পরিষদের আয়োজনে আল জামেয়া পটিয়ার সাবেক প্রধান পরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী রহ. স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার সন্ধায় বাঁশখালী পৌরসভার গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক মুহতামিম মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা।
ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল ও সহ সভাপতি সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, আল্লামা বোখারী রহ. এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা রেজাউল করিম বোখারী, বিশিষ্ট মুহাদ্দিস হালিশহর জামেয়া বায়তুল করিম মাদরাসার পরিচালক আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, সরল বড় মাদরাসার পরিচালক পীরে কামেল মাওলানা শাহ নুর মোহাম্মদ, পুকুরিয়া বড় মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ ও কনজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, জলদী বড় মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার নির্বাহী পরিচালক মাওলানা এজাজ আহমদ চৌধুরী, প্রবীণ উস্তাদ মাওলানা আবদুস সত্তার, ঢাকা আজিমপুর জামে মসজিদের খতীব ও টেকনাফ ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি সাঈদুল ইসলাম, সাধনপুর আল ফারুক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুনুর রশিদ, হালিশহর বায়তুস সালাত জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হোসাইন আজিজী, সাধনপুর জমহুরিয়া মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা ইসমাইল, ঘোনাপাড়া দারুস সুন্নাহ খাইরিয়া মাদরাসার পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ ইউসুফ, মনকিচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আনিসুর রহমান বিন আবু বকর, সরল বড় মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আবদুল মালেক, চাঁপাছড়ি আবু বকর ছিদ্দিক রজি. মাদরাসার পরিচালক মাওলানা ইউসুফ সাঈদ, সরল আনছারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবদুল মাজেদ, ছনুয়া বড় মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, আলমশাহপাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুশ শাকুর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, ইসলামী আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, জালিয়াঘাটা মাদরাসার পরিচালক মাওলানা মোজাম্মিলুল হক, ওলামা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, সরল বায়তুল হামিদ মাদরাসার পরিচালক মাওলানা নেজাম উদ্দীন আল হোসাইনী, ছনুয়া মুহিউস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুফতি মনসুরুল হক, পাহাড়তলী এনইএক্স কলোনী জামে মসজিদের খতীব মাওলানা আরিফ উল্লাহ শাহী, কনজুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা সোহাইল মাহমুদ, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল ইসলাম, বৈলছড়ি দারুন নুর মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইউনুস, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা শাহেদুর রহমান, বাহারছড়া সুলতানিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গণি, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা কায়সার হামিদ, মাওলানা আবদুল মাবুদ প্রমুখ।

মাহফিলে বক্তারা আল্লামা বোখারী রহ জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, আল্লামা বোখারীর ইন্তেকালে কওমী মাদরাসা ও দ্বীনি অঙ্গনে বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয়। তিনি এই অঞ্চলের কওমী মাদরাসা ও আলেম তালেবে এলেমদের অভিভাবক ছিলেন। আলোচকগণ আল্লামা বোখারীর রুহের মাগফেরাত কামনা করে জান্নাতের উচু মাকামের বিশেষ দোয়া পরিচালনা করেন। মাহফিলে সমাপনী আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন পীরে কামেল আল্লামা শাহ নুর মোহাম্মদ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *