পূর্ব বরইতলী সাইক্লোন সেন্টার মাঠে গত ২৬শে জানুয়ারি রোজ রবিবার বরইতলী আল্লামা আব্দুচ্ছালাম শাহ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে ১১তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ২০২০ মাওলানা আহমদ নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক , বিশিষ্ট অালেমেদ্বীন মাওলানা মুফতি নেয়ামত উল্লাহ আলকাদেরী সাহেব।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা জমির উদ্দীন নেছারী সাহেব।বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ জাফরাবাদ মাদ্রাসার সহকারী অধ্যাপক,জনাব মাওলানা ইউছুফ বিন নূরী সাহেব।বাগমারা অলী শাহ (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস, জনাব মাওলানা অাবু সিদ্দিক অালকাদেরী, মাওলানা আবদুল জলিল,মাওলানা হাফেজ আলী আহমদ সাহেব।
অামন্ত্রিত সম্মানিত উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন জনাব নোয়াব মিয়া, জনাব বদরুজ্জামান,ইনছাপ মিয়া,আবুল কালাম,আলী হোসেন।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আল আরাফাহ ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার কামরুল ইসলাম, বরইতলী (৮নং ওয়ার্ড) মেম্বার আহমদ ছগির, ডাঃ কফিল উদ্দীন, মাওলানা ওসমান গনি সিকদার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি