আল্লামা আব্দুচ্ছালাম শাহ্ (রহ.) স্মৃতিবৃত্তি পরীক্ষা-২০১৭ সম্পন্ন
গত ২২/১২/২০১৭ ইং, জুমাবার সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে বাঁশখালী থানা কাথরিয়া ইউনিয়নের অন্তর্গত বরইতলী আল্লামা আব্দুচ্ছালাম শাহ্ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোেগ আয়োজিত ৩য় বারের মত আল্লামা আব্দুচ্ছালাম শাহ্ (রহঃ) স্মৃতি বৃত্তি পরীক্ষা- ২০১৭ অনুষ্ঠিত হয়। বাঁশখালী থানার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাষ্ট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল হক, বাঁশখালী হামেদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক রমিজ উদ্দীন চৌধুরী, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা (দক্ষিণ) শাখার সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা শিহাব উদ্দীন। আরও উপস্থিত ছিলেন অত্র সংসদের সভাপতি নূর হোছাইন, সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি আব্দুর রহমান, উপদেষ্টা আনিছুর রহমান এবং অন্য সদস্যবৃন্দ। উক্ত বৃত্তি পরীক্ষার পরিচালক ও সচিবের দায়িত্ব পালন করেন অত্র সংসদের সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন ও সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মজিদ। উক্ত বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করায় সকল কক্ষ পরিদর্শক, পর্যবেক্ষক, সেচ্ছাসেবক ও অত্র সংসদের সদস্যবৃন্দদের প্রতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরিচালক ও সচিব কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আরও পড়ুন :