বাঁশখালী টাইমস: বাংলাদেশে এসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ-মিয়ানমার আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। বাংলাদেশ প্রতিনিধি দলে আরো আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক।
এর আগে আলোচনার জন্য রোববার রাতে মিয়ানমার থেকে ঢাকা আসেন তিন্ত সোয়ে। বৈঠক শেষে আজ রাতেই ফিরে যাবেন তিনি।
রাখাইনে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সেখানে উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে আরো কয়েক লাখ রোহিঙ্গা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য একজন কর্মকর্তা জানান, সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে আলোচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় এ বৈঠকে রোহিঙ্গাদের ফেরানোর ওপর জোর দেবে বাংলাদেশ।