BanshkhaliTimes

‘আলোকিত রায়ছটা’ অলিম্পিক ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আলোকিত রায়ছটা’র উদ্যোগে অলিম্পিক ফুটবলের ফাইনাল গতকাল অনুষ্ঠিত হয়েছে।

এতে ডাঃ জয়নাল স্মৃতি সংসদ ও কমল কলি স্মৃতি সংসদদের মধ্যকার খেলায়( ২-৩) ব্যবধানে কমল কলি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মামুনুর রশীদ,
সেরা গোলদাতা নির্বাচিত হয় সিফাতুল আবেদীন (সিফাত) ও উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয় খলিল খান।
উক্ত খেলায় উদ্যোক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এম.এ.রহিম চৌধুরী।
প্রধান অতিথি বলেন, আমাদের এই যুব সমাজকে মাদক,জুয়া ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার একমাত্র পথ হল এই খেলাধুলা, খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ ও নেতৃত্বের গুন শিক্ষা দিয়ে থাকে,তাই সমাজে খেলাধুলা প্রয়োজন অপরিসীম।
আরও উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মহিউদ্দীন, তানজিরুল আলম মানিক,সোহরাব সোহেল,এহেসানুল হক প্রমুখ।

প্রেস রিলিজ

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *