গত ২৬-১২-২০২০ রোজ শুক্রবার পশ্চিম বাঁশখালী ঐতিহ্যবাহী সংগঠন আলোকিত রত্নপুরের প্রতিষ্টাবার্ষীকি ও কাউন্সিল অধিবেশন সংগঠনের স্থায়ী কার্যলায়ে অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষভাবে অনলাইনের মাধ্যমে কার্যকরী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ হয়।অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাওলানা হাফেজ আব্দুল মুবিন,জালাল উদ্দীন চৌধুরী,রমিজ উদ্দিন চৌধুরী,ইন্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ,মুহাম্মদ আবছার উদ্দীন, মাঈনুল মান্নান, আলী আকবর চৌধুরী, নেচার উদ্দীন রাজু সহ সংগঠনের সদস্যবৃন্দ।
পরিশেষে জাহেদুল আলম সোহেল,কে সভাপতি,
হুমায়ুন কবির কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গোষণা করা হয়।
সহ-সভাপতি- গিয়াস উদ্দীন সহ-সভাপতি-মোজাম্মেল,সহ-সভাপতি- আতাউল,যুগ্ম সাধারণ সম্পাদক- দিদার,যুগ্ম সাধারণ সম্পাদক-নাসির,সাংগঠনিক সম্পাদক – বোরহান,সহ সাংগঠনিক সম্পাদক- বয়ান,সহ সাংগঠনিক সম্পাদক- তুহিন,সহ সাংগঠনিক সম্পাদক – সাকিব,সহ সাংগঠনিক সম্পাদক-সাইফুল,অর্থ সম্পাদক- মারুফ সহ অর্থ সম্পাদক – সিফাত,প্রচার সম্পাদক- কাইয়ুম,সহ প্রচার সম্পাদক-হালিম,পাঠাগার বিষয়ক সম্পাদক-রিপন,সহ পাঠাগার বিষয়ক সম্পাদক- নয়ন,ক্রীড়া সম্পাদক- সরওয়ার,সহ ক্রীড়া সম্পাদক- মিয়া,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক- ফারুক,দপ্তর সম্পাদক-নেজাম,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- গফুর,ধর্ম বিষয়ক সম্পাদক- হাঃ শহিদ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক-বেলাল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক- তৈয়ব।
উপস্থিত অতিথিরা বলেন রত্নপুরের একঝাক কলেজ বিশ্ববিদ্যালয় পডুয়া ভালো মানসিকতা সম্পন্ন তরুণ ছাত্রছাত্রীদের নিয়ে সেচ্ছাসেবী, সামাজিক সংগঠন “আলোকিত রত্নপুর’ ঈদে-পার্বণে, জাতীয় ছুটির দিনে কিংবা কোন অনুষ্ঠানে একত্রে বসার সুযোগ থেকে শুরু করে খেলাধুলা, ভ্রমণ, ইফতার মাহফিল, পিছিয়ে পড়া মানুষদের যথাসম্ভব খোঁজ রাখা সাহস যোগানো থেকে বর্তমানের করোনা পরিস্থিতিতে মাস্ক বিতরণ, সচেতনতায় মাইকিং অার ত্রাণ বিতরণে যেভাবে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছে তাতে সকলের ইতিবাচক এক কর্মপ্রচেষ্টা অাশা জাগায়, স্বপ্ন দেখায়। তাতে নতুন ভাবে যুক্ত হচ্ছে পাঠাগার।
প্রেস বিজ্ঞপ্তি