“কোভিড টিকা নিবন্ধনে সহযোগিতা করি, শিশুকে নির্ভয়ে কোভিড টিকা গ্রহণে উদ্বুদ্ধ করি।”এ স্লোগানকে সামনে রেখে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের অন্তর্গত ‘আলোকিত দক্ষিণ বরুমচড়া’ সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা নিবন্ধন কার্ড প্রদান করা হয়েছে। গত শনিবার ৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত কর্মসূচি দক্ষিণ বরুমচড়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ‘দক্ষিণ বরুমচড়া জিয়াউল উলুম নুরানি মাদ্রাসা ও হিফয খানা’, ‘দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-১’ এবং ‘দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-২’ এ একই সময়ে পালন করা হয়। এতে সদস্যগণ প্রত্যেকটি বিদ্যালয়ে আলাদা আলাদা টিম হয়ে এ বিশাল কর্মযজ্ঞটি সফলভাবে সম্পন্ন করেন। এ কর্মযজ্ঞে সহযোগিতা করেছেন
মুহাম্মদ আকতার হোসেন, মুছা কলিমুল্লাহ, রাশেদ মাহমুদ, আসিফ, শাহাদাত হোসেন, রাশেল মাহমুদ, জিহাদ উদ্দীন, মিনহাজ সজীব, মোঃ মিজান, এইচ এম সাইফুল্লাহ, রফিক উদ্দীন, অমিত দাশ, সায়দুল সজীব ইমরাজ,মোঃ হিজবুল্লাহ, আদিব, রাব্বী, ইসমাঈল, ইমন প্রমুখ।
এতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিভাবকগণের পক্ষ থেকে আলোকিত দক্ষিণ বরুমচড়া সামাজিক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীবান্ধব আরও বিভিন্ন কর্মসূচি আয়োজনের অনুরোধ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি