BanshkhaliTimes

আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল, জানাজা অনুষ্ঠিত

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীর প্রখ্যাত আলেমেদ্বীন বাঁশখালী জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর পিতা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (৮০) নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ অক্টোবর) রাত ১ টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি… রাজিউন।

অসংখ্য আলেম গড়ার কারিগর বর্ষিয়ান আলেমদ্বীন মৌলানা মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার উত্তর জলদী নেয়াজর পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওসতাদ ছিলেন তিনি। এ প্রবীণ আলেমেদ্বীন বেশ কয়েকমাস যাবৎ ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন।

আজ বিকাল ৩ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাঁশখালী সর্বজন শ্রদ্বেয় আলেমেদ্বীন পীরে কামেল আল্লামা ইসহাকের ইমামতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাযায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলীল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, অধ্যক্ষ বদরুল হক, বোয়ালখালীর পৌরসভার সাবেক মেয়র আবু, গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লেয়াকত আলী, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার,সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন,কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ সহ বিভিন্ন মাদ্রাসা পরিচালক উপস্থিত ছিলেন ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *