রাসেল চৌধুরী: আজ সকাল ১০টা থেকে বাঁশখালী ব্লাড ব্যাংক- রু হয়েছে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে।
আমরা অনেকেই জানি না, নিজের ব্লাড গ্রুপ কী?
জীবন রক্ষাকারী ব্লাডের গ্রুপিং খুব জরুরি। যা বিনামূল্যে করে দিচ্ছে বাঁশখালী ব্লাড ব্যাংক।
চলে আসুন নিজের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে।