
আমার কিছু কষ্ট আছে ভেজাল ছাড়া কষ্ট
হেলাল হাফিজ নইতো আমি; তবু আছে কষ্ট।
হঠাৎ করে আপন হয়ে
ভুলে যাওয়ার কষ্ট ;
ভুলে যাওয়ার শপথ করে
শপথ ভাঙার কষ্ট !
চোখে গোপন অশ্রু রেখে
হেসে যাওয়ার কষ্ট
বুকে দারুণ জ্বলন চেপে
সুখী হওয়ার কষ্ট !
আমার কিছু কষ্ট আছে মিশেল ছাড়া কষ্ট
হেলাল হাফিজ নই তবু হায়, আছে আমার কষ্ট।
যাকে-তাকে বন্ধু ভেবে
ধোঁকা খাওয়ার কষ্ট
খুব সহজে মেশার পরে
বোকা হওয়ার কষ্ট !
মনের দামে মনটা বেচে
ঘণ্টা শোনার কষ্ট
ধনীর প্রেমে প্রীত হয়ে
প্রমাদ গোনার কষ্ট !
আমার কিছু কষ্ট আছে, ব্যক্তিগত কষ্ট
হেলাল হাফিজ নই তো তবু আছে এসব কষ্ট।
দল না-করে দলের দোষে
জল না-পাওয়ার কষ্ট
ব্যায়ামাগারে ব্যায়াম করে
বল্ না-পাওয়ার কষ্ট !
সই না-করে সইয়ের হাতে
বন্দী হওয়ার কষ্ট
মই না-বেয়ে মইয়ের সাথে
সন্ধি হওয়ার কষ্ট !
আমার কিছু কষ্ট আছে নির্দলীয় কষ্ট
হেলাল হাফিজ নই তবু হায়, লেগে আছেই কষ্ট।
বাংলা শেখে বাংলা পড়ে
হামলা সওয়ার কষ্ট
আল্লাহ মেনে কাব্য করে
গোমরা হওয়ার কষ্ট !
সত্য বলার করুণ দোষে
ব্রাত্য হওয়ার কষ্ট
পরের কাজে কর্মী হয়ে
শ্রাদ্ধ হওয়ার কষ্ট !
আমার কিছু কষ্ট আছে, ভেজাল ছাড়া কষ্ট
হেলাল হাফিজ নইতো আমি; তবু আছে কষ্ট !!