আরিফ টিউটোরিয়াল হোম কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল ২০ নভেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার বিকাল ৩ টায় পূর্ব বরইতলী সাইক্লোন সেন্টার হল রুমে আরিফ টিউটোরিয়াল হোম এর পরিচালক আরিফুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর শিক্ষার্থী মিছবাহুর রহমান এর সঞ্চালনায় এতে বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা’র শিক্ষার্থী হাফেজ এমরানুল ইসলামে কুরআন তেলোয়াত এবং কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ হোসাইন মুহাম্মদ চিহান নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সরকারি সিটি কলেজ এর শিক্ষার্থী আব্দুল মজিদ।
এতে প্রধান অতিথি ছিলেন কাথরিয়া স্বপ্নতরী সংঘ এর সাধারণ সম্পাদক ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং কাথরিয়া শাখার ম্যানেজিং ডিরেক্টর, ইমরান খান রুবেল। প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেমনে যাবো ডট কম এর প্রতিষ্ঠাতা, বাহার উদ্দীন রায়হান। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব বাঁশখালী ‘র সাংগঠনিক সম্পাদক, মু্হাম্মদ আতাউল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান দূর্জয়, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী মিনহাজুল আবেদীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম ইহসাস, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী আজিজুর রহমান, ব্রাম্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী শোয়াইবুর রহমান রাফি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সময়টা হচ্ছে তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। তোমাদের ভবিষ্যতে জীবনটা কোনদিকে এগোচ্ছে নির্ভর করবে এই সময়টার উপর। বক্তারা আরও বলেন, নারীশিক্ষার দিকে আমাদের আরও বেশী গুরত্ব দিতে হবে। রাসুল (সঃ) প্রত্যেক নর-নারীর উপর জ্ঞান অর্জন করাকে ফরজ বলে ঘোষণা করেছেন। একটা শ্রেণির মানুষ ক্লাস ফাইভের বেশী না পড়ার কথা বলেন। যা কুরআন হাদিসের বিরুদ্ধে দাঁডানোর শামিল। নারীকেও পুরুষের পাশাপাশি গুরুত্ব দেওয়ার জন্য আহবান করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তি